বুঝিলে বুঝিতে রে স্যাম
মনের বেদনা রে
আমার প্রাণের বেদনা স্যাম
তুমি শুধু লিলা বুঝ মন বুঝনা!!!
পর কে ভুলাইতে পার
নিজে কেন ভুল
কুঞ্জবনে তোমার সনে......
কি কথা ছিলো,
বল কি কথা ছিলো
তোমার প্রেমে মত্ত হইয়া
মিছেই রাধা হবনা গো
মিস্টি বাশির সুরে সুরে
চাইয়া আমার পাণে
হাত ধরে বলেছিলে শ্যাম
ভুলবেনা জীবনে আমায়
কথা দিয়া নৈরাশ করা
শ্যাম তোমার সাজেনাগো বন্ধু
তুমি শুধু লিলা বুঝ মন বুঝনা স্যাম
তুমি শুধু লিলা বুঝ
মন বুঝনা!!!
কীর্তন
Comments
Post a Comment