পাতায় লেখা প্রথম শব্দ


স্বাগতম WriteNShare-এ।

এই ওয়েবসাইটটি আমার স্বপ্নের ছোট্ট একটি জানালা—যেখানে আমি আমার লেখা গল্প, কবিতা, আর কিছু দরকারি টিপস আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই।


দিনের শেষে কিছু কথা জমে থাকে মনে, কিছু শব্দ খুঁজে ফেরে কাগজের কোণায়। ঠিক তেমনই কিছু অনুভব, কিছু ভাবনা, কিছু শিক্ষা এই প্ল্যাটফর্মে প্রকাশিত হবে ধীরে ধীরে। হয়তো এগুলোর মধ্যে আপনি খুঁজে পাবেন আপনারও কিছু বলা না বলা কথা, কিছু হারিয়ে যাওয়া অনুভব।


আমি বিশ্বাস করি—লেখা শুধু লেখকের নয়, পাঠকের মনেও নতুন গল্প সৃষ্টি করে।

তাই চলুন, শুরু করি এই শব্দভরা যাত্রা।


আপনারা পাশে থাকবেন, পড়বেন, মতামত জানাবেন—এই কামনায়...


– WriteNShare

লেখা হোক মনের, আর শেয়ার হোক সবার।


Comments